বন্দে ভারতে এবার মিলবে প্লেনের পরিষেবা! কী জানাল রেল? 

বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে রেলের একাধিক পরিকল্পনা রয়েছে। যাত্রীদের যাতে আরও স্বাচ্ছন্দ্য গন্তব্যে পৌঁছে দেওয়া যায়, তার জন্য প্রতিনিয়ত নতুন কিছু যোগ করার চেষ্টা হচ্ছে রেলের তরফে। এই অবস্থায় বন্দে ভারত নিয়ে নতুন এক পরিকল্পনার কথা জানাল রেল। 

জানা গিয়েছে, বন্দে ভারতে যাত্রীরা যাতে বিশ্বমানের পরিষেবা পায়, সে কারণে একাধিক পরিকল্পনা করা হয়েছে। বন্দে ভারতে যাত্রী পরিষেবা উন্নতির জন্য YSA নামে একটি প্রকল্প চালু হয়েছে। স্কীমটির লক্ষ্য যাত্রীদের আরও বেশি বেশি করে পরিষেবা প্রদান করা। যেমন, প্রাম্ভিক স্টেশন এবং গন্তব্য স্টেশনের জন্য যাত্রীর বিশেষ কিছু সুবিধা পাবে। YSA নামের স্কিমটির মাধ্যমে ভারতীয় রেল ক্যাব বুকিং, হুইলচেয়ার এবং বগি ড্রাইভের মত দারুণ সুবিধাগুলি দেবে। এছাড়া, যাত্রীরা যাতায়াতের সময় প্রয়োজনীয় জিনিসপত্র এবং আনুষাঙ্গিক জিনিসেরও অ্যাক্সেস পাওয়া যাবে। যদিও বর্তমানে এটি দক্ষিণ রেলওয়েতে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হতে চলেছে। যাত্রীদের প্রতিক্রিয়া এবং অন্যান্য দিক দেখে এটি সমস্ত বন্দে ভারত এক্সপ্রেসের জন্যই করার ভাবনা রয়েছে রেলের। 

Comments are closed.