দক্ষিণবঙ্গে নিম্নচাপ! বুধবার থেকে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

সকাল থেকেই চড়া রোদ। সোমবার সন্ধ্যার ঝড়বৃষ্টির জেরে যে স্বস্তি মিলেছিল তা এক কথায় উধাও। তবে এর মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা ঝড় বৃষ্টি চলবে। এ সপ্তাহটা কার্যত এমনই থাকবে। মাঝে একদিন বৃষ্টির পরিমাণ বাড়তে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে। ওইদিন কলকাতা সহ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি শুরু হচ্ছে। এই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতার পাশাপাশি বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আবহাওয়ায় দফতরের খবর, বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বাড়তে পারে। ওই দিন কলকাতা সহ কয়েকটি জেলায় কমলাসতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত সপ্তাহের বাকি দিনগুলোতেও হলুদ সতর্কতা জারি থাকছে। 

উল্লেখ্য, সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হয়। কলকাতাতেও কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। এদিন কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে বলে খবর, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

Comments are closed.