কালীপুজো-দীপাবলিতে বৃষ্টির ভ্রূকুটি, অন্ধ্র উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাবে ভিজতে পারে কলকাতা

রাজ্যে ফের ঘূর্ণাবর্তের হানা, কালীপুজোর সময় বৃষ্টির ভ্রূকুটি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানাচ্ছে, অন্ধ্র উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে সক্রিয় হবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। ফলস্বরূপ, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এ রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দীপাবলিতেও বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ইত্যাদি জেলায়। পাশাপাশি, সপ্তাহান্তে বৃষ্টি শেষে উত্তুরে হাওয়া ঢুকলে তামমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে। যদিও এই ক’দিন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ ক্রমশ কালো মেঘে ঢেকে যায়। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে কালীপুজোর সময় বৃষ্টির জোরালো আশঙ্কা দক্ষিণবঙ্গে।

 

Comments are closed.