বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আগামীকাল বৃহস্পতিবার মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা এই মুহূর্তে অন্ধ্র প্রদেশের কাছাকাছি রয়েছে। এর জেরে অন্ধ্র প্রদেশে, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
কালী পুজোর ঠিক আগে বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় বাজি বিক্রেতা থেকে শুরু করে উদ্যোক্তারা। বিশেষ করে নিম্নচাপ স্থায়ী হলে শুক্রবার পর্যন্তও কলকাতা এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
Comments