তীব্র আদ্রতার ফলে ফের হাঁসফাঁস শহরবাসী, বৃষ্টির পূর্বাভাষ হাওয়া অফিসের।
তীব্র গরমে কার্যত জেরবার হওয়ার পর দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টিতে বুধবার তাপমাত্রার পারদ নামে বেশ খানিকটা। কলকাতাতেও অঝোর বৃষ্টিতে হাঁসফাঁস গরমের হাত থেকে কিছুটা রেহাই মেলে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই উধাও সেই স্বস্তি। প্রচণ্ড গরম এবং তীব্র আদ্রতার কারণে সকাল থেকেই গলদঘর্ম অবস্থা শহরবাসীর। তবে ভারতীয় আবহাওয়া দফতরের দৈনিক রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে, এর ফলে তীব্র আদ্রতার হাত থেকেও কিছুটা স্বস্তি মিলবে। হাওয়া অফিস সূত্রে খবর, ক্রমশ সক্রিয় হচ্ছে দক্ষিণ- পশ্চিম মৌসুমী বায়ু। তাই কয়েকদিনের মধ্যেই হয়তো স্বাভাবিক বর্ষার বৃষ্টিতে তীব্র দাবদাহের হাত থেকে মিলতে চলেছে রেহাই।