মমতার সুরেই ইভিএম বাতিলের দাবি এবার রাজ ঠাকরের, নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে করলেন বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএম বাতিল করে ব্যালট ফেরানোর দাবিকে সমর্থন জানিয়ে বৃহত্তর কর্মসূচির ডাক দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের প্রধান রাজ ঠাকরে। বুধবার বিকেলে নবান্নে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ ঠাকরে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠকে মমতা ও রাজ ঠাকরে, দু’জনেই দাবি করেন ইভিএম, ভিভিপ্যাট বাতিল করে ব্যালট ফেরানো হোক। তাঁদের দু’জনেরই মত, কোনও উন্নত দেশে আর ইভিএমে ভোটগ্রহণ হয় না। তাহলে এ দেশে কেন ইভিএমে ভোটগ্রহণ ব্যবস্থা জারি থাকবে, প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী ও এমএনএস প্রধান রাজ ঠাকরে। তাঁরা জানান, ইভিএম বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন বিরোধী দলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে আগামী দিনে। গণতন্ত্র বাঁচাতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন রাজ ঠাকরে। এ নিয়ে বিষদে আলোচনার জন্য তৃণমূল নেত্রীকে মুম্বই যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
লোকসভা ভোটের সময় থেকে একাধিকবার ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই সময় থেকে ইভিএম বিরোধিতায় সরব হন মমতা। এ নিয়ে সুপ্রিম কোর্টেও আর্জি জানানো হয়। অন্যদিকে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ইতিমধ্যেই জানিয়েছেন, আগামী ৭ ই অগাস্ট সংসদের অধিবেশন শেষ হলেই ইভিএম বাতিল নিয়ে বিরোধী দলগুলি যৌথ আলোচনায় বসবে। বুধবার সেই একই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ ঠাকরে।

Comments are closed.