রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর, হাইকোর্টে ধাক্কা সিবিআইয়ের

রাজীব কুমার আগাম জামিন মামলায় হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই। রাজীব কুমারকে আপাতত গ্রেফতার করতে পারবে না সিবিআই। ৫০ হাজার টাকার বন্ডে কলকাতার প্রাক্তন নগরপালকে আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত তার রায়ে জানায়, তাঁরা মনে করছেন না, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করার কোনও প্রয়োজন এই মুহূর্তে রয়েছে। তাই রাজীব কুমারকে আগাম জামিন মঞ্জুর করা হয়। আদালত জামিনের প্রেক্ষিতে কয়েকটি শর্ত রেখেছে। আদালত জানিয়ে দিয়েছে, রাজীব কুমারকে তদন্তে সমস্তরকম সহযোগিতা করতে হবে। পাশাপাশি রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠানোর ৪৮ ঘণ্টা আগে নোটিস ইস্যু করতে হবে।

তবে আদালত জানিয়ে দিয়েছে, সিবিআই এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে পারে।

সোমবার এই মামলার শুনানি শেষ হয়। তবে বিচারপতিরা রায় ঘোষণা করেননি। সেক্ষেত্রে জানা গিয়েছিল মঙ্গলবার এই মামলার রায় দিতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মতো মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ বিচারপতি রায় দেন, রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হল। এর কারণ হিসেবে আদালত জানিয়েছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জি়জ্ঞাসাবাদ করার মতো কোনও প্রয়োজন আদালত মনে করছে না। রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না বলেও আদালতে সওয়াল করে সিবিআই। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, রাজীব কুমারকে সিবিআই তদন্তে সমস্তরকম সহযোগিতা করতে হবে। তবে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস দিতে হবে বলেও মঙ্গলবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Comments are closed.