রাজীব কুমারের রক্ষাকবচের মেয়াদ বাড়ল সোমবার পর্যন্ত, সুপ্রিম কোর্টে দেওয়া সিবিআইয়ের হলফনামা অবমাননাকর, সওয়াল আইনজীবীর

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির উপর রক্ষাকবচের মেয়াদ বাড়ল। সোমবার পর্যন্ত আইপিএস অফিসার রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় হাইকোর্টে রাজীব কুমারকে নিয়ে সিবিআইয়ের রিপোর্টের নিন্দা করেন। সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় সিবিআই জানিয়েছিল কেন তারা রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। রাজীব কুমারের আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় সিবিআই জানায়, যখনই রাজীব কুমার মুখ খুলেছেন, কেবল মিথ্যা কথা বলেছেন। তাই চিটফান্ড মামলার তদন্তে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় তারা। রাজীব কুমারের আইনজীবীর অভিযোগ, শীর্ষ আদালতকে সিবিআইয়ের দেওয়া এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং অবমাননাকর।
এরপর এদিনের মতো শুনানি মুলতুবি রাখে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি সোমবার। সেদিন নিজেদের বক্তব্য পেশ করবে সিবিআই।
সারদা মামলায় তথ্য বিকৃতি ও অসহযোগিতার অভিযোগে তৎকালীন সিট প্রধান রাজীব কুমারকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চাওয়া থেকেই মামলার সূত্রপাত। প্রথমে সুপ্রিম কোর্ট এবং পরে কলকাতা হাইকোর্টে আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। কলকাতা হাইকোর্টও বেশ কয়েকবার তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে। শুক্রবার ফের রাজীব কুমারের গ্রেফতারিতে রক্ষাকবচের মেয়াদ সোমবার পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Comments are closed.