রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত। শনিবার দীর্ঘ সওয়াল-জবাবের পর আলিপুর আদালতে বিচারক কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আবেদন খারিজ করেন। সোমবার রাজীব কুমারের আইনজীবী কলকাতা হাইকোর্টে আবেদন করবেন বলে সূত্রের খবর।
শনিবার আলিপুর আদালত দু’পক্ষের আইনজীবীকে কোন কোন তারিখে রাজীব কুমারকে সাক্ষ্য দিতে সিবিআই ডেকেছিল, তার একটি তালিকা জমা দিতে বলে। ফের রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা অভিযোগ করে সিবিআই। রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করার আর্জি জানায় সিবিআই।
অন্যদিকে, রাজীব কুমারের আইনজীবীরা প্রশ্ন তোলেন, আদৌ এই তদন্তের ইচ্ছা আছে সিবিআইয়ের? রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিবিআই রাজীব কুমারকে গ্রেফতার করতে চাইছে বলে মন্তব্য করেন তাঁর আইনজীবী।
অন্যদিকে, শনিবার বর্তমান এডিজি সিআইডি রাজীব কুমারের খোঁজে ভবানী ভবনে যায় ৫ সিবিআই অফিসারের একটি দল। পাশাপাশি রাজীব কুমারের বাসভবনে সব কর্মীকে নোটিস দিয়ে আসে সিবিআই।
Comments