সিবিআইকে চিঠি দিয়ে ৭ দিন সময় চাইলেন রাজীব কুমার, ব্যক্তিগত কাজে রয়েছেন উত্তর প্রদেশে

সিবিআইকে চিঠি দিয়ে হাজিরার জন্য ৭ দিন সময় চাইলেন রাজীব কুমার। সোমবার দুপুর ১ টা নাগাদ সিআইডির দুই অফিসার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে এই চিঠি জমা দেন। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে রাজীব কুমার হাজিরার সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। যদিও সোমবার সকালেই তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। এই চিঠির প্রেক্ষিতে সিবিআই কী করবে তা জানা যায়নি।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৬ দিনের জন্য সরকারি ছুটি নিয়ে উত্তর প্রদেশের তাঁর বাড়িতে গিয়েছেন। সেই কারণে সিজিও কমপ্লেক্সে সোমবার হাজিরা দিতে পারেননি, সিবিআইকে দেওয়া এক চিঠিতে এমনটাই জানিয়েছেন রাজীব কুমার। রাজীব কুমারকে সমন জারির প্রেক্ষিতে, সোমবার সিআইডি অফিসার মধুসূদন ঘোষ ও ইন্সপেক্টর অভিজিৎ মুখোপাধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেখা করেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। তাঁরা জানান, ৬ দিনের ছুটিতে বারাণসীতে রয়েছেন রাজীব কুমার। সূত্রের খবর, এরপর সিবিআইয়ের দিল্লির সদর দফতরে এই খবর পৌঁছে দিয়েছেন সিবিআই অফিসাররা।
রবিবার সন্ধ্যায় লাউডন স্ট্রিট, ডিসি সাউথের অফিস এবং শেষে ভবানী ভবনে গিয়ে রাজীব কুমারের নামে নোটিস দিয়ে সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিলেন সিবিআই আধিকারিকরা।
সারদা তদন্তে তাঁর বিরুদ্ধে তথ্য-প্রমাণ নষ্ট করার অভিযোগ এনেছে সিবিআই। সম্প্রতি রাজীব কুমারকে গ্রেফতার না করার রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজীব কুমারকে ৭ দিনের মধ্যে আইনি পদক্ষেপ নিতে বলা হয়। কিন্তু রাজ্যের আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলায় জামিনের আবেদন করতে পারেননি রাজীব কুমার। এর মধ্যেই শেষ হয়ে যায় রক্ষাকবচের সময়সীমা।

Comments are closed.