শুভেন্দু আমায় নিজে বলেছিলেন তিনি হেরেছেন, দাবি রাজীবের; নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য জয়প্রকাশেরও 

ফের নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া রাজীব ব্যানার্জি এবং জয়প্রকাশ মজুমদার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীবের চাঞ্চল্যকর দাবি, নন্দীগ্রামের ভোটের ফলের দিন শুভেন্দু অধিকারী নিজে তাঁকে ফোন করে বলেছিলেন তিনি হেরে গিয়েছেন। 

রাজীব আরও বলেন, নন্দীগ্রামে আবার ভোট হলে অথবা পুনর্গণনা হলে মমতা ব্যানার্জিই সেখান থেকে জয়ী হবেন। রাজীবের সুরে সুর মিলিয়ে সদ্য তৃণমূলে যাওয়া জয়প্রকাশ মজুমদার আরও বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারীর জয় নিয়ে। 

এদিন তিনি বলেন, নন্দীগ্রামের ফলাফলের দিন বিজেপির তরফে তিনি বিকেল ৫ টায় সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জিকে জয়ের জন্য অভিনন্দন জানান। কিন্তু পরে দেখা যায় নন্দীগ্রামে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, শুভেন্দু অধিকারীকে পরে তিনি জিজ্ঞেস করেছিলেন যে নন্দীগ্রামে কীভাবে জয়ী হয়েছিলেন। শুভেন্দু রহস্যময় ভাবে জানান, যে নন্দীগ্রামের জন্য তাঁকে অনেক ‘কায়দা’ করতে হয়েছে। 

উল্লেখ্য, রাজীব,জয়প্রকাশের অভিযোগের পাল্টা তৃণমূলকে একহাত নিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, এসব লোকের কথায় গুরুত্ব দেওয়া উচিত নয়। মানুষ সব দেখছে। রাজীব ব্যানার্জির যখন বিজেপিতে ছিলেন, তাঁর বিরুদ্ধেও অনেক অভিযোগ করেছিল তৃণমূল। আগে সেগুলোর তদন্ত হোক। 

Comments are closed.