ঢুকতেই পারলেন না ডোমজুড়ে, রাজীবকে ঘিরে বিক্ষোভ, স্লোগান ‘গ্রামবাসীদের’ 

২০১৬ সালে রেকর্ড সংখ্যক ব্যবধানে জিতেছিলেন, যদিও একুশের ভোট পরাজিত হয়েছেন। আর শনিবার সেই ডোমজুড়েই ঢুকতে পারলেন না প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জি। ডোমজুড়ে ঢোকার মুখেই তাঁকে বেশ কয়েকজন ঘিরে ধরে। বিক্ষোভের সঙ্গে সঙ্গে শুরু হয় স্লোগান। ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ মীরজাফর বলেও তাঁকে তীব্র কটাক্ষ করেন। বাধা পেয়ে অবশেষে ফিরে যান রাজীব। যদিও এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন ডোমজুরের বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষ। 

হাওড়ার সলপ ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীরচন্দ্র ঘোষ শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন। প্রয়াত তৃণমূল নেতার পরিবারকে সমবেদনা জানাতে শনিবার  ডোমজুড় যান রাজীব ব্যানার্জি। কিন্তু রাস্তাতেই তাঁর গাড়িকে ঘিরে একদল বিক্ষোভকারী স্লোগান দিতে শুরু করে, ‘মীরজাফর দূর হঠ’। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে ফিরে আসতে বাধ্য হন রাজীব ব্যানার্জি।  

যদিও প্রয়াত নেতার পরিবারের লোক বিক্ষোভের নেপথ্যে কল্যাণ ঘোষের অনুগামীদের দিকেই আঙ্গুল তুলেছেন। অভিযোগ অস্বীকার করে কল্যাণ ঘোষের দাবি, উনি এখন তৃণমূলে রয়েছে, সেক্ষেত্রে দলের বিক্ষোভ দেখানোর কোনও কারণ নেই। তবে নির্বাচনের আগে রাজীব ব্যানার্জি তৃণমূলের সঙ্গে যে ব্যবহার করেছিলেন, এটা তার প্রতিক্রিয়া হতে পারে। দলের কেউ এর সঙ্গে জড়িত নন।  

Comments are closed.