রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন অর্পিতা! বললেন, ‘সংগঠনের কাজ করতে চাই’

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে একটি চিঠি লেখেন লেখেন তিনি। সেই চিঠিতে অর্পিতা ঘোষ জানিয়েছেন, রাজ্যসভার সাংসদ হিসাবে না থেকেও এ বার বাংলার মানুষের জন্য কাজ করতে চান তিনি। দলের সাংগঠনিক দায়িত্ব পালন করতে চান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে কাজ চালিয়ে যেতে চান। ২১ এর ভোটের পর কীভাবে দলকে আরও উন্নত করা যায় সেই চিন্তা করেছেন অর্পিতা ঘোষ বলে নিজেই জানিয়েছেন তিনি।

বুধবারই রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্রও দিয়ে এসেছেন অর্পিতা। জল্পনা তৈরী হয় কেন আগেই ইস্তফা দিলেন অর্পিতা? এরমধ্যেই অভিষেককে লেখা তাঁর ওই চিঠি সামনে আসে। দলীয় সূত্রে খবর ছিল দলের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছেন অর্পিতা। কিন্তু পরে জানা যায় নিজের ইচ্ছাতেই সংগঠনের কাজ করার জন্যই ইস্তফা দিয়েছেন তিনি। ২০১৪ সালের বালুরঘাট লোকসভা আসনে তৃণমূলের টিকিটে জেতেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা। কিন্তু ২০১৯ সালে সেই আসনেই হেরে যান তিনি। এরপর ২০২০ সালে রাজ্যসভার আসনে সাংসদ হিসেবে তৃণমূলের তরফে পাঠানো হয় অর্পিতা ঘোষকে। এখন এটাই দেখার অর্পিতার জায়গায় কাকে রাজ্যসভার প্রার্থী করে তৃণমূল।

Comments are closed.