দেশের জনসংখ্যা কমাতে অবিবাহিতদের জন্য পুরস্কার চালুর দাবি বাবা রামদেবের

জনসংখ্যা কমাতে নিজের উদাহরণ দিয়ে দেশে অবিবাহিতদের জন্য পুরস্কারের দাবি করলেন বাবা রামদেব। পাশাপাশি যে সমস্ত বিবাহিত দম্পতির দুটির বেশি সন্তান থাকবে তাদের শাস্তি দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। রবিবার এক অনুষ্ঠানে বাবা রামদেব বলেন, ‘আমার মতো যাঁরা বিয়ে করেননি, তাঁদের বিশেষ সম্মান দেওয়া উচিত। আর যাঁরা বিয়ে করে দুটির বেশি সন্তানের জন্ম দেন, শাস্তি হিসাবে তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া উচিত।’
সংবাদসংস্থার খবর অনুযায়ী, আয়ুর্বেদের গুণাগুণ প্রচারকারী এক অনুষ্ঠানে রামদেব আরও বলেন, ‘আমি পরিবারের বোঝা বয়ে চলি না। আমি নিজের ব্র্যান্ড তৈরি করেছি, ভবিষ্যতে এমন আরও হাজার ব্র্যান্ড তৈরি করতে চাই, যা ভারতকে ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিকে পরিণত করবে।’ তাঁর কথায়, ‘না পুত্র আছে, না কন্যা, তাও দেখুন কত ভালো আছি’। রামদেবের মতে, ঘর সংসার করা সহজ কাজ নয়, যথেষ্ট কঠিন একটি কাজ। অনেকেই বিয়ে করেছেন বা ভবিষ্যতে যাঁরা করবেন তাঁদের যদি সন্তান থাকে, তবে পুত্র-কন্যার বোঝা বইতে হবে আজীবন।

Comments are closed.