নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন ‘স্পনসর’ করা হচ্ছে, পিছনে রয়েছে আর্বান নকশালরা, অভিযোগ রবিশঙ্কর প্রসাদের

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বেশিরভাগ আন্দোলনকারীকে ‘স্পনসর’ করা হচ্ছে। এই আন্দোলনের পিছনে রয়েছে ‘আর্বান নকশাল’ ও ‘টুকরে টুকরে গ্যাং’। রবিবার বিহারের পাটনা থেকে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
পাটনায় সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেস নেতৃত্ব ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন। এই ‘অযাচিত’ আন্দোলনের পিছনে তাঁরাও দায়ী।
তাঁর কথায়, এনডিএ নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা করেছি। সংশ্লিষ্ট আইনের উদ্দেশ্য সম্পর্কে সবাই অবহিত। তা সত্ত্বেও এই আন্দোলন দুঃখজনক।
বিহারে বিজেপির জোটসঙ্গী জেডিইউ দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কে সি ত্যাগীর এক প্রশ্নের প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ অবিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তাঁদের রাজ্যে এনআরসি লাগু করতে দেবেন না। এ ব্যাপারে রবিশঙ্কর প্রসাদের তীব্র প্রতিক্রিয়া, এই ভাবে কী দেশ চলে? আন্দোলনের নামে বিভিন্ন রাজ্যে অপরাধীদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় আইন মন্ত্রীর।

 

Comments are closed.