৩০ সেপ্টেম্বরই শেষ দিন নয়, ২০০০-এর নোট বাতিল নিয়ে এবার যা জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

৩০ সেপ্টেম্বরের পরেও বৈধ থাকবে ২০০০ হাজার টাকার নোট। নোট বদলের জন্য হুড়োহুড়ি করার প্রয়োজন নেই। জনসাধারণকে অশ্বস্ত করে সোমবার এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নোট বদলের জন্য জনসাধারণ সময় পাবেন। ৩০ সেপ্টেবর শেষ তারিখ বলা হলেও তারপরেও ব্যাঙ্কে গিয়ে নোট বদলানো যাবে। এমনকী ৩০ সেপ্টেম্বরের পরেও গোলাপি নোট বেআইনি হবে না। তবে প্রথম কেন ২০০০ নোট বাতিলের শেষ তারিখ হিসেবে ৩০ সেপ্টবরের কথা উল্লেখ করা হল? তার ব্যাখ্যাও দিয়েছেন আইবিআইয়ের গভর্নর। 

এদিন তিনি বলেন, আতঙ্কিত হয়ে ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রয়োজন নেই। ২০০০-এর নোট বাতিলের জন্য চার মাস মতো সময় মিলবে। তবে ৩০ সেপ্টেম্বরকে শেষ দিন হিসেবে উল্লেখ করার কারণ, দেশবাসীকে সচেতন করা। জনগণ যাতে নোট বাতিলের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সে কারণেই শেষ সময়সীমা বেঁধে দেওয়া। এমনটাই দাবি করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।  

উল্লেখ্য, শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, তারা বাজার থেকে ২০০০ হাজার টাকার নোট তুলে নিচ্ছে। আগামী ৩০ সেপ্টম্বরের পর ২০০০ টাকার নোটকে বাতিল হিসেবে ধরা হবে। রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার পর ২০১৬-এর নোট বন্দির স্মৃতি ফিরে এসেছিল জনসাধারণের মধ্যে। যা নিয়ে বিরোধী দলগুলোও কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছিল। এই আবহে দেশবাসীকে অশ্বস্ত করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। 

Comments are closed.