প্রথম ভারতীয় মহিলা হিসেবে রেকর্ড, ২৪ দিনে চারটি আটহাজারি শৃঙ্গ জয় এই মহিলার

পর্বতারোহণের ইতিহাস গড়লেন ভারতের মেয়ে। ২৭ বছরের এই তরুণী হিমাচল প্রদেশের বাসিন্দা বলজিৎ কউর। মাত্র ২৪ দিনে চারটি শৃঙ্গ জয় করেন। এই চারটি শৃঙ্গের উচ্চতা আট হাজারের বেশি। এত কম সময়ে চারটি শৃঙ্গ জয় করে ইতিহাস গড়লেন তিনি।

২৮ এপ্রিল ৮, ০৯১ মিটার উচ্চতার মাউন্ট অন্নপূর্ণা জয় করেন তিনি। এর ঠিক ২ সপ্তাহের মধ্যে ৮, ৫৮৬ মিটার উচ্চতার কাঞ্চনজঙ্ঘা জয় করেন তিনি। ১২ মে তিনি পা রাখেন কাঞ্চনজঙ্ঘায়। এর ঠিক ৯ দিনের মাথায় ২১ মে ৮, ৫১৬ মিটার উচ্চতার লোৎসে শৃঙ্গ জয় করেন বলজিৎ কউর । এর ১০ দিনের মাথায় ২২ মে বলজিৎ কউর জয় করেন ৮, ৮৪৮ মিটারের মাউন্ট এভারেস্ট।

Comments are closed.