এক মাসেই ৪০০ কোটির মুনাফা; বিয়ার বিক্রিতে নতুন রেকর্ড বাংলার 

কয়েক দিন আগেও তীব্র গরমে কার্যত পুড়েছে গোটা রাজ্য। প্রায় সব জেলাতেই তাপমাত্রার গন্ডি ৪০ ডিগ্রি ছাড়িয়ে ছিল। আর গরমে সুরা প্রেমীদের অন্যতম প্রিয় পানীয় বিয়ার। প্রতি বারেই গরম বাড়লে বিয়ার বিক্রিও পাল্লা দিয়ে বাড়ে। তবে এবারে বিয়ার বিক্রিতে কার্যত সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে রাজ্য।

রাজ্যের আবগারি দফতর সূত্রে খবর, শুধু এপ্রিল মাসেই বিয়ার বিক্রি থেকে রাজ্যের মুনাফা হয়েছে ৪০০ কোটি টাকা। এর আগে এই পরিমাণ মুনাফার মুখ দেখেনি আবগারি দফতর। এবং এখনও রাজ্যে যে পরিমাণ বিয়ারের যোগান রয়েছে চাহিদার পরিমাণ তার থেকেও ২০% বেশি। আবগারি দফতর সূত্রে আরও খবর, শুধু এপ্রিল মাসেই রাজ্যে বিয়ার বিক্রি হয়েছে ২৫ লক্ষ কেস। বিয়ারের যোগান বাড়াতে রাজ্যের বিয়ার প্ল্যান্টগুলো ২৪ ঘন্টা লাগাতার কাজ করে যাচ্ছে।

কলকাতা তো বটেই, জেলাগুলোতেও রেকর্ড পরিমাণ বিয়ার বিক্রি হয়েছে বলে খবর। কোথাও কোথাও এখনও অনেক ব্রান্ডের বিয়ার পাওয়াও যাচ্ছে না বলে জানা গিয়েছে। একটি পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে মদ বিক্রি করে রাজ্যের মুনাফা হয়েছে ১৬৫০০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় যা ৩০ শতাংশেরও বেশি। ২০২২- ২৩ অর্থ বর্ষে  এখনও পর্যন্ত সবথেকে বেশি বিয়ার বিক্রি হয়েছে।

Comments are closed.