দেড় কোটি ছাড়িয়ে গিয়েছে, জনবিস্ফোরণের পথে কলকাতা! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

বর্তমানে কলকাতার জনসংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লক্ষ্য। সম্প্রতি একটি সমীক্ষা বলছে, বর্তমানে যা পরিস্থিতি তাতে অদূর ভবিষ্যতে জনবিস্ফোরণের পথে শহর কলকাতা। এবং আগামী কয়েক দশকের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যে, কলকাতায় কার্যত মাথা গোঁজার ঠাঁইটুকুও মিলবে না। 

এখনই জনসংখ্যার বিচারে বিশ্বের ১৭তম স্থানে রয়েছে কলকাতা। দ্য ইনস্টিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস’ (আইইপি)-সমীক্ষায় একাধিক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ওই সমীক্ষায় এটাও দেখানো হয়েছে যে ২০৫০ সালের মধ্যে কলকাতার সম্ভাব্য জনসংখ্যা কত হতে পারে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে কলকাতার জনসংখ্যা বর্তমানের থেকে কয়েকগুণ বেড়ে যাবে। সেই সঙ্গে এও জানা গিয়েছে, গোটা পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে আর একটাও এমন শহর নেই যার জনসংখ্যা কলকাতার জনসংখ্যার দশ শতাংশও ছুঁতে পারে। উল্লেখ্য, ১৭৫২ সালে মাত্র ১৫ হাজার পরিবারের বাস ছিল কলকাতায় সেখানে শহরে বর্তমানে ১০ লক্ষ্যেরও বেশি পরিবার বাস করে। 

Comments are closed.