অধ্যাপকদের অবসরের বয়স ৬৫ এবং ভাইস চ্যান্সেলরদের ক্ষেত্রে ৭৫ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের অবসর বয়স সীমা বাড়তে চলেছে। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অধ্যাপক-অধ্যাপিকাদের অবসর বয়স সীমার মেয়াদ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। অধ্যাপক-অধ্যাপিকাদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হবে। তাঁর মতে, বয়সের সঙ্গে সঙ্গে আরও অভিজ্ঞ হন অধ্যাপকরা। তাই, তাঁদের অবসরের বয়স ৬৫ বছর করার আলোচনা করা হচ্ছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের ক্ষেত্রে অবসর বয়স সীমা ৭০ থেকে ৭৫ বছর করা হবে।
সমাবর্তন অনুষ্ঠান থেকে মমতা বলেন, নতুন যাঁরা অধ্যাপনার পেশায় এসেছেন এবং আসতে চলেছেন, তাঁদের কথাও বিশেষভাবে ভাবা হচ্ছে। তাঁর কথায়, রাজ্যে বেশ কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটির কাজ চলছে। শিক্ষাক্ষেত্রে আরও কর্মসংস্থান তৈরি হবে।

Comments are closed.