ভারতের ধনী রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কোথায়? কী জানাচ্ছে সমীক্ষা ? 

ভারতের সব থেকে ধনীতম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গের স্থানই বা কত নম্বরে? সম্প্রতি এ নিয়ে সমীক্ষা চালিয়েছিল একটি সংস্থা। তাতে বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। গ্লোবাল ওয়েলথ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স নামে ওই সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে। যাতে দেশের ধনী রাজ্যগুলোর একটা তালিকা দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ভারতের সবথেকে ধনীতম রাজ্য হল মহারাষ্ট্র। এবং বিশ্বের নিরিখে ২১ তম স্থানে রয়েছে এই রাজ্য। এবং মুম্বাই হল ভারতের সবথেকে ধনীতম শহর। মহারাষ্ট্রের জিএসডিপি ৪০০ বিলিয়ন ডলার। মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। যার জিএসডিপি ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে, গুজরাত এবং কর্ণাটক। গুজরাতের জিএসডিপি হল ২৫৯ বিলিয়ন মার্কিন ডলার। এবং কর্ণাটকের জিএসডিপি ২৪৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ।

এবার আসা যাক পশ্চিমবঙ্গের কথায়। তালিকা অনুযায়ী ভারতের ধনী রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠ স্থানে। যার জিএসডিপি ২০৬ বিলিয়ন মার্কিন ডলার।

Comments are closed.