রবীন্দ্র সরোবরে ফের রোয়িং প্রতিযোগিতা শুরু হবে, নামানো হয়েছে পেট্রোল বোট

রবীন্দ্র সরোবরে ফের রোয়িং প্রতিযোগিতা শুরু হচ্ছে। তবে বেশকিছু নিরাপত্তাজনিত প্রটোকল মানতে হবে বলে জানা গিয়েছে। ১ থেকে ৪ জুনের মধ্যে রবীন্দ্র সরোবরে জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। সেই কারণে ইতিমধ্যেই দুটি পেট্রোল চালিত রেসকিউ বোট জলে নামানো হয়েছে। যেকোনও জরুরী পরিস্থিতিতে কাজ করবে ওই বোট। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুটি বোট থাকবে সরোবরে। অনুশীলনের সময়ও থাকছে ওই বোট। প্রতিটি বোটে একজন লাইফগার্ড এবং একজন বোট অপারেটর থাকবেন। বোটে থাকবে রেসকিউ টিউব, দড়ি, হুক, হুইসেল, ফ্ল্যাশলাইট এবং প্রাথমিক চিকিৎসার কিট।

গত বছর মে মাসে ঝড়ে রবীন্দ্র সরোবরের বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। একটি নৌকায় থাকা ২ কিশোর ডুবে মারা যায়। তখন ক্লাবগুলি দাবি করেছিল একটি পেট্রোল চালিত উদ্ধারকারী নৌকা সরোবরে রাখার জন্য। যা জীবন বাঁচাতে পারবে। কিন্তু সেইক্ষেত্রে বাধা হয়ে দঁড়িয়েছিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল অথবা এনজিটি। সরোবরে পেট্রোল চালিত নৌকা চালানো যাবে না বলে দাবি করেছিল এনজিটি। ২১ মে দুর্ঘটনার পর কলকাতা পুলিশ, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথারিটি অথবা কেএমডিএ, ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশন এবং লেক ক্লাব, ক্যালকাটা রোয়িং ক্লাব ও বেঙ্গল রোয়িং ক্লাবের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে এনজিটি কলকাতা পুরসভাকে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ প্যানেলের সভাও ডাকতে বলে।

এছাড়াও রোয়িং বোটে ওঠার আগে প্রতিযোগিরা সাঁতার জানেন কিনা তাও নিশ্চিত করা হচ্ছে। জানা গিয়েছে, ১ থেকে ৪ জুনের মধ্যে রাজ্য চ্যাম্পিয়নশিপ অনুর্দ্ধ ১৩ থেকে শুরু করে বিভিন্ন বয়সের গ্রুপে প্রতিযোগিতা হবে। তিনটি ক্লাব ছাড়াও এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে কলকাতা পুলিশ।

Comments are closed.