মধ্য প্রদেশে আরএসএস কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, নিজেই খুন করে নিজের মৃতদেহ বলে চালানোর চেষ্টা!

গত সপ্তাহে মধ্য প্রদেশের রতলাম এলাকায় হিম্মত পতিদার নামে এক আরএসএস কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনা সোমবার এক চাঞ্চল্যকর মোড় নিল। গত সপ্তাহে বছর ৩৬ এর ওই আরএসএস কর্মীর ক্ষতবিক্ষত দেহ (মুখ বিকৃত থাকায় চেনার উপায় ছিল না) উদ্ধারের পর মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানসহ বিজেপি নেতৃত্ব কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল।
কিন্তু এই খুনের ঘটনাতেই এবার নয়া তথ্য উঠে এল। মৃতের ডিএনএ রিপোর্টের তথ্য অনুযায়ী, ওই মৃতদেহ হিম্মত পতিদার নামে ওই আরএসএস কর্মীর নয়। বরং দেহটি তাঁর ক্ষেতের কর্মচারী মদন মালভিয়ার বলে জানিয়েছে পুলিশ। সে গত ২২ জানুয়ারি থেকেই নিখোঁজ ছিল। তার পরনের পোশাক হিম্মত পতিদার নামে ওই আরএসএস কর্মীর মতো ছিল বলে প্রথমে তাকে চিনতে ভুল হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই খুনের পেছনে ওই আরএসএস কর্মীরই হাত থাকতে পারে।
মনে করা হচ্ছে, দেনার দায়ে জর্জরিত ওই আরএসএস কর্মীর পরিবার জীবন বিমার ২০ লক্ষ টাকা পেতে পরিকল্পনা করেই এই চক্রান্ত করে। জানা গেছে, গত বছর ১৭ ডিসেম্বর নিজের নামে ওই বিমা করিয়েছিল হিম্মত।
পুলিশ জানিয়েছে, গত ২৩ জানুয়ারি ওই আরএসএস কর্মীর বাবাই পুলিশকে ছেলের মৃত্যুর খবর জানান। এই ঘটনার তদন্তে পাঁচটি পুলিশ টিম তৈরি করা হয়েছে। তদন্তে প্রকাশ, বাজারে প্রায় ১০ লক্ষ টাকার দেনা ছিল হিম্মত ও তাঁর পরিবারের। যদিও এখনও নিখোঁজ রয়েছেন ওই আরএসএস কর্মী। পুলিশ ঘোষণা করেছে তাঁর সম্পর্কে কোনও তথ্য কেউ দিতে পারলে তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এদিকে এই নয়া তথ্য সামনে আসার পরই বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেস। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন জানিয়েছেন, বিজেপি মধ্য প্রদেশে নিজেদের হার ও এই পালা বদল হজম করতে পারছে না। রতলাম এর ঘটনা প্রমাণ যে বিজেপি আইন নিজের হাতে নিচ্ছে।

Comments are closed.