মেট্রোর জমি জট কাটল; দ্রুত শুরু হতে চলছে রুবি-এয়ারপোর্ট রুটের কাজ 

নিউ গড়িয়া থেকে রুবি রুটে মেট্রোর ছাড়পত্র মিলেছে। খুব শীঘ্রই যাত্রী  পরিষেবা শুরু হবে। তবে এই রুটের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ রুবি থেকে এয়ারপোর্ট পর্যন্ত লাইন সম্প্রসারণের কাজ বাকি ছিল। যার মূল কারণ, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা। যদিও এই সমস্যা শীঘ্রই দূর হতে চলেছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, যে অংশের জমি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, দ্রুত কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিরা সেই অংশ দেখতে যাবেন। এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী সব পক্ষ। 

ভিআইপি বাজার, মেট্রোপলিটন এবং চিংড়িঘাটা মোড়ের কাছে মেট্রোর কাজের জন্য জমির প্রয়োজন। কিন্তু এই অংশের মধ্যে রয়েছে বাইপাস। মেট্রোর কাজের জন্য বাইপাসের ব্যস্ততম রাস্তার একটি অংশ বন্ধ করতে হবে, ঘুরপথে গাড়ি চলাচলের জন্য রুট ঠিক করতে হবে। আর যা নিয়েই তৈরি হয়েছিল জটিলতা।  এই জমি জট কাটাতেই গত সপ্তাহে রাজ্যের মুখ্যসচিব, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং নির্মাণকারী সংস্থা RVNL-এর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। নবান্নের ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটলেই মেট্রোর জন্য প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে নির্মাণকারী সংস্থার হাতে। যার ফলে রুবি থেকে এয়ারপোর্টগামী মেট্রোর কাজ খুব দ্রুতই শুরু হবে বলে আশাবাদী সব পক্ষ।  

Comments are closed.