উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পরে বিতর্কে জড়িয়েছিলেন, NEET ৯৯% পেলেন রুমানা

২০২১ উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা। তাঁর প্রথম হওয়া ঘিরে কম বিতর্কও হয়নি। এবার সর্ব ভারতীয় মেডিক্যাল পরীক্ষায়ও চমকপ্রদ ফল করলেন তিনি।

ন্যাশনাল এলিজিবিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET রুমানা র্যাংক হয়েছে ১,০৫৭। শতাংশের হিসেবে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৫%। পরিবারের পাশাপাশি রুমানার সাফল্যে খুশি পাড়া প্রতিবেশীরাও।

রুমানার মা বাবা দু’জনেই স্কুল শিক্ষক। রুমানার বাবা রবিউল আলম ভরতপুর থানার অচলা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। একই স্কুলের শিক্ষিকা তাঁর মা সুলতানা পারভীন। ছোটবেলা থেকেই পড়াশোনার পরিমণ্ডলে বড় হয়েছেন রুমানা। নিজেও শুরু থেকেই মেধাবী ছাত্রী ছিলেন। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, করোনার জেরে ২০২১ উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। মাধ্যমিক ও ক্লাস ইলেভেনের নাম্বারের ভিত্তিতে ফল প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই মূল্যায়নে ৪৯৯ পেয়ে সারা রাজ্যে প্রথম হয়েছিলেন রুমানা।

তৎকালীন বোর্ড সভাপতি মহুয়া দাস রুমানার নাম ঘোষণা করার সময় বলেছিলেন, এবারে প্রথম হয়েছে রুমানা সুলতানা। এক মুসলিম কন্যা। বোর্ড সভাপতির ওই মন্তব্যের জেরে সারা রাজ্যে তোলপাড় পড়ে যায়। পরে বোর্ড সভাপতির দায়িত্ব থেকে মহুয়া দাসকে সরতে হয়েছিল। যদিও সে সময়ও এ নিয়ে মুখ খোলেননি রুমানা।

Comments are closed.