ইউক্রেনের ৩ শহরে তৃতীয় বারের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার 

ফের ইউক্রেনে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করল ক্রেমলিন। যুদ্ধে আটকে পড়াদের নিরাপদে বেরিয়ে আসার জন্য এই বিরতি। জানা গিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়েঁর সঙ্গে দিন দুয়েক আগে কথা বলেন পুতিন। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার পরই রাশিয়ার তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।  

সোমবার ভারতীয় সময় সাড়ে ১২টা থেকে ইউক্রেনের খারকিভ, মারিপুল এবং সুমি শহরে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে মস্কো। যদিও রাশিয়ার এই যুদ্ধ বিরতি ঘোষণায় বিশ্বাস করতে রাজি নয় ইউক্রেন। তাদের দাবি, রাশিয়া এর আগেও যুদ্ধ বিরতি ঘোষণা করে হামলা চালিয়েছে। যার জেরে মাঝ পথেই উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছিল। 

এদিকে যুদ্ধ থামানো নিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একাধিক দেশের রাষ্ট্র প্রধানরা কথা বলছেন দফায় দফায়। ফ্রান্স ছাড়াও পুতিনের সঙ্গে কথা বলছেন তুরস্করে প্রেসিডেন্ট। সম্প্রতি তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীও কথা বলেছেন। ফের একবার পুতিনের সঙ্গে মোদীর আলোচনা হওয়ার কথা রয়েছে। এসবের মধ্যেই রাশিয়ার তরফে সাফ জানানো হয়েছে, ক্রেমলিনকে দেওয়া শর্ত ইউক্রেনকে মানতে হবে। তবেই সেনা প্রত্যাহার করবে

Comments are closed.