আমেরিকা সহ রাশিয়ার বিপক্ষের দেশগুলিকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রুশ বিদেশমন্ত্রীর

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, তা পরমাণু যুদ্ধের রূপ নেবে। যার ফলাফল হবে ভয়ঙ্কর। কার্যত এমন হুঁশিয়ারি দিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। আমেরিকা সহ রাশিয়ার বিপক্ষে দাঁড়ানো দেশগুলিকেই এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার থেকে রাশিয়া আক্রমন শুরু করেছে ইউক্রেনে। বুধবার সাতদিনে পা রাখল সেই হামলা। ইউক্রেনে হামলার পরেই রাশিয়াকে চাপে রাখতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পাশাপাশি আকাশপথও বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক দেশ। ইউক্রেনকে যুদ্ধাস্ত্রের পাশাপাশি পরমাণু অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না রাশিয়াকে। এরমধ্যে ফের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রুশ বিদেশমন্ত্রী।

Comments are closed.