তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেক প্রোফাইল খোলা হয়েছে। তা থেকে পাঠানো হচ্ছে আপত্তিকর ছবি। কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করলেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী।
বুধবার লালবাজার সূত্রে জানা গিয়েছে, সব্যসাচীর ছবি এবং নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে যৌন উত্তেজক ছবি পোস্ট করা হচ্ছিল। অথচ সব্যসাচীবাবুর নিজের সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাকাউন্টই নেই।
পুলিশ সূত্রে খবর, গত ৩০ অক্টোবর সব্যসাচী চক্রবর্তী প্রথম দেখতে পান তাঁর ছবি ও নাম ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তখন পাত্তা দেননি ফেলুদা। কিন্তু তাঁর ক’দিন পর থেকেই পরিচিতরা তাঁকে জানান, তাঁর নাম দেওয়া অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ছবি ছড়ানো হচ্ছে। তখন পুলিশর দ্বারস্থ হন সব্যসাচী চক্রবর্তী।
১২ নভেম্বর কলকাতা পুলিশর সাইবার সেলে অভিযোগ দায়ের করেন অভিনেতা। সাইবার সেলের এক কর্তা জানাচ্ছেন, যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ফেক প্রোফাইল খোলা হয়েছিল তা আইডেনটিফাই করা হয়েছে। অভিযুক্তদের ধরা এখন সময়ের অপেক্ষা।