ষষ্ঠ বেতন কমিশনের প্রস্তাব মতো সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা কি ১৩ ই সেপ্টেম্বর? পরিবহণমন্ত্রীর মন্তব্যে জল্পনা

দুর্গা পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে, তেমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী।
শনিবার কসবায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, অনেকেই বেতন কমিশন নিয়ে কথা বলছেন। বিধানসভার ভিতরে বা বাইরেও এ নিয়ে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রী এখন বেতন কমিশনের সুপারিশপত্র পাওয়ার অপেক্ষায় আছেন। সেটা হাতে পেলেই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন তিনি। বৈঠকে শুভেন্দু বলেন, কসবায় যাওয়ার আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। তিনি সরকারি কর্মীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
আগামী ১৩ ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মীদের সভা থেকেই হয়তো ষষ্ঠ পে কমিশন বিষয়ে ইতিবাচক ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারী। এর আগে বেশ কয়েকবার ফেডারেশন সভায় গিয়ে সরকারি কর্মচারীদের জন্য বর্ধিত হারে ডিএ সহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছেন মমতা, তাই সরকারি কর্মীদেরও প্রত্যাশা ১৩ ই সেপ্টেম্বর হয়তো বড় কোনও ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।
২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়। সেই কমিশনের কার্যকালের মেয়াদ আগামী নভেম্বর অবধি বাড়িয়েছে রাজ্য সরকার। সম্প্রতি ডিএ মামলা নিয়ে স্যাট রায় দিয়েছে, বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।

Comments are closed.