মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বড়দিনের আগেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

২৫ ডিসেম্বর অর্থাৎ আগেই খুলে যাচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। জানা গিয়েছে এই বিষয়ে রাজ্য পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বড়দিনের সময় রাজ্যের মানুষ উৎসবের মেজাজে থাকবেন। পিকনিক করার আমেজে থাকবেন মানুষ। তাই যাতায়াতের অসুবিধা যেন না হয় সেইকারণে এর আগেই ব্রিজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এই নির্দেশ কার্যকরী করতে গত শুক্রবার ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন পূর্তমন্ত্রী পুলক রায়। প্রথমে ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর মধ্যে ব্রিজ সংস্কারের কথা ছিল। কিন্তু, সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উল্লেখ্য, সাঁতরাগাছি ব্রিজ সংস্কারের কাজ চলছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি যাতায়াত করে। মালবাহী গাড়ি যাতায়াত করে প্রায় ১২ হাজার। কিন্তু ব্রিজ সংস্কারের কাজ চলার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই ব্রিজের ওপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একটি মাত্র লেন খোলা রয়েছে। ওই লেন দিয়ে দুদিকেই ছোট গাড়ি যাতায়াত করছে। প্রথম দিকে ট্রাফিক নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। পরে ড্রোনের সাহায্যে দুই লেনের ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। আর এরফলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Comments are closed.