১ লা অক্টোবর থেকে এসবিআই গ্রাহকদের টাকা তোলা-জমায় নয়া বিধি, কী বদল দেখে নিন এক ঝলকে

ব্যাঙ্ক থেকে টাকা তোলা, সার্ভিস চার্জ সহ একাধিক ক্ষেত্রে বদল আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ১ লা অক্টোবর থেকে লাগু নয়া বিধি।
শহরাঞ্চলের ক্ষেত্রে এসবিআইয়ের গড় মাসিক ব্যালেন্স (এএমবি) ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও অ্যাকাউন্ট হোল্ডার প্রতি মাসে গড়ে ন্যূনতম ৩ হাজার টাকা অ্যাকাউন্টে রাখতে না পারেন এবং সেই ঘাটতি যদি ৫০ শতাংশ (১৫০০ টাকা) হয়, সেক্ষেত্রে জিএসটি সহ অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। ঘাটতি ৭৫ শতাংশ হলে জিএসটি সহ ১৫ টাকা দিতে হবে।
মফস্বল এলাকার ক্ষেত্রে এসবিআই অ্যাকাউন্ট হোল্ডারকে গড়ে মাসিক ২ হাজার টাকা করে রাখতে হবে। ঘাটতি ৫০ শতাংশ হলে জিএসটি সহ আরও ১০ টাকা দিতে হবে। আর ৭৫ শতাংশ ঘাটতি হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারকে জিএসটি সহ অতিরিক্ত ১২ টাকা গুনতে হবে।
গ্রামীণ এলাকার এসবিআই অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে অ্যাকাউন্টে ন্যূনতম ১ হাজার টাকা রাখতেই হবে। ৫০ শতাংশ ঘাটতি হলে জিএসটি সহ সাড়ে ৭ টাকা এবং ৭৫ শতাংশ ঘাটতি হলে জিএসটি সহ অতিরিক্ত ১০ টাকা ফাইন দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে।
সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে ৩ বার টাকা জমা দেওয়া ও তোলার ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না। পাশাপাশি, এসবিআই অ্যাকাউন্ট হোল্ডারের মাসিক গড় ব্যালেন্স ২৬ হাজার টাকার বেশি হলে, কোনও চার্জ ছাড়াই মাসে দু’বার টাকা তুলতে পারবেন তিনি। মাসিক গড় ব্যালেন্স ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা হলে ১০ বার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে। সেই সীমা পেরিয়ে গেলে জিএসটি সহ অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারকে। একইভাবে, মাসিক গড় ব্যালেন্স ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারকে জিএসটি সহ ১৫ টাকা চার্জ দিতে হবে। তবে মাসিক গড় ব্যালেন্স ১ লক্ষ টাকার বেশি হলে এক মাসে যতবার খুশি টাকা তুলতে পারবেন সংশ্লিষ্ট এসবিআই অ্যাকাউন্ট হোল্ডার।
এছাড়া, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (এনইএফটি) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) এর নিয়মেও পরিবর্তন আসছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এনইএফটি এবং আরটিজিএস লেনদেনের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ লাগছে না। ১০ হাজার টাকার ওপর এনইএফটি লেনদেনের ক্ষেত্রে জিএসটি সহ ২ টাকা চার্জ দিতে হবে। ২ লক্ষের ক্ষেত্রে জিএসটি সহ ২০ টাকা। আরটিজিএসের ক্ষেত্রে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার লেনদেনে জিএসটি সহ ২০ টাকা। ৫ লক্ষ টাকার ওপর লেনদেন হলে জিএসটি সহ আরও ৪০ টাকা দিতে হবে।

Comments are closed.