দু’দিন পরেই শুরু মাধ্যমিক; শিয়ালদহ ডিভিশনে ট্রেন নিয়ে বিশেষ ঘোষণ রেলের 

আর মাত্র দু’দিন। তারপরেই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে কয়েক লক্ষ পড়ুয়া। আর সেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের জন্য বিশেষ ঘোষণা করল রেলের শিয়ালদহ ডিভিশন। জানা হয়েছে, পরীক্ষার সময়গুলো শিয়ালদহ আসা অনেকগুলি লোকাল এবং কয়েকটি এক্সপ্রেস ট্রেন অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে।

রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের সুবিধের কথা ভেবে সকাল ১০ থেকে থেকে পৌনে ১২ টা এবং বিকেল ৩টে থেকে ৪টে পর্যন্ত কয়েকটি ট্রেন অতিরিক্ত কিছু স্টেশনে দাঁড়াবে। মূলত ওই সময়ের মধ্যে, শিয়ালদহ রানাঘাট এবং বারাসাত-বনগাঁ সেকশনে পূর্ব নির্ধারিত স্টেশন বাদ দিয়েও পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, ভূপতিভূষণ হল্ড স্টেশনে দাঁড়াবে।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। শেষ হবে ৪ মার্চ। মাঝে সাগরদিঘিতে উপনির্বাচনের জন্য ২৭ ফেব্রুয়ারির জায়গায় পরীক্ষা হবে ১ মার্চ।

Comments are closed.