অনলাইন নিউজ পোর্টাল NewsClick- এর অফিসে ইডির তল্লাশি । মঙ্গলবার দিল্লির অনলাইন নিউজপোর্টাল NewsClick- এর কার্যালয়ে অভিযান চালায় ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, বহু বেআইনী অর্থলগ্নী সংস্থার টাকা আসত এই অনলাইন পোর্টালে। তদন্ত সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, বেআইনি অর্থলগ্নী সংস্থা সংক্রান্ত এক মামলায় newsclick- এর অফিসে তল্লাশি চালানো হয়।
NewsClick- এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের দিল্লির বাসভবনেও অভিযান চালায় ইডি। NewsClick- এর এক এডিটর জানিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরটের দু’জন আধিকারিক তল্লাশি অভিযান চালান। মঙ্গলবার প্রায় সারাদিন ধরে তল্লাশি চলে। ইডি সূত্রে দাবি, বিভিন্ন নথি যাচাই করার জন্য আগেই newsclick-কে নোটিশ পাঠানো হয়েছিল। NewsClick-এর সঙ্গে যুক্ত উপস্থাপক তথা সিনিয়র সাংবাদিক অভিসার শর্মা জানিয়েছেন, সকাল দশটা থেকে রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান।
প্রশ্ন উঠছে হঠাৎ newsclick-এর অফিসেই কেন ইডির তল্লাশি? সাংবাদিকের একাংশের অভিযোগ, লাগাতার কেন্দ্র বিরোধী সাংবাদিকতার কারণেই মুখ বন্ধের চেষ্টা। চলতি কৃষক আন্দোলন নিয়ে একের পর এক খবর করছে NewsClick। যা পছন্দ হয়নি কেন্দ্রের।
প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল সংক্রান্ত খবর টুইটারে শেয়ার করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ও রাজদীপ সারদেশাই, সিদ্ধার্থ বর্দারাজন সহ একাধিক সিনিয়র সাংবাদিক। সুপ্রিম কোর্ট থেকে পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেফতারিতে রক্ষাকবচ পেয়েছেন তাঁরা।