মহম্মদ সেলিমের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করেও ফের চালু করল কর্তৃপক্ষ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ সিপিএম নেতার

সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের ট্যুইটার অ্যাকাউন্ট লক করেও পরে তা চালু করল কর্তৃপক্ষ। সিপিএম নেতার অভিযোগ, বিজেপির আইটি সেলের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তা ফের চালু হয়।
ঘটনার সূত্রপাত পুজোর সময় মহম্মদ সেলিমের করা একটি ট্যুইকে কেন্দ্র করে। প্রয়াত সিপিএম নেতা জ্যোতি বসুর একটি মন্তব্যকে উল্লেখ করে সেলিম লিখেছিলেন, ‘বিজেপি অসভ্য, বর্বরদের দল’। এর পরই রামকৃষ্ণ, বিবেকানন্দের উদাহরণ টেনে সেলিম লেখেন বাংলার ঐতিহ্যের কথা। মহম্মদ সেলিমের অভিযোগ, এই ট্যুইট করার পরই বিজেপির আইটি সেল লাগাতার তাঁর বিরুদ্ধে কুৎসায় নামে। তাঁর ট্যুইট নিয়ে সংগঠিতভাবে অভিযোগে জানাতে শুরু করে ট্যুইটার কর্তৃপক্ষের কাছে। যার জেরে সাময়িকভাবে ট্যুইটার কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্ট লক করে দেয়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেলিমের ট্যুইটার অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া হয়। এবং যে ট্যুইটকে কেন্দ্র করে বিতর্ক সেই একই বক্তব্য সিপিএমের আরও বহু নেতা, কর্মী ট্যুইট করতে থাকেন। পরে শনিবার বিকেলে ফের মহম্মদ সেলিমের ট্যুইটার অ্যাকাউন্ট চালু হয়।
সেলিমের অভিযোগ, লোকসভা ভোটের পর থেকেই তাঁকে ট্যুইটে ব্যক্তিগত এবং রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে।

Comments are closed.