ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি; বার্ধক্যভাতা পেতে শুরু করলেন প্রবীণরা 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাকে বার্ধক্যভাতা দেওয়া হবে। নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে এমনটাই ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই প্রতিশ্রুতি রাখলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭০ হাজার বৃদ্ধ-বৃদ্ধা বার্ধক্যভাতা পেতে শুরু করলেন। 

রাজ্যের তরফে একাধিক প্রকল্পের আওতায় উপকৃত হচ্ছেন বহু মানুষ। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্যভাতার মতো একাধিক প্রকল্প শুরু করেছে মমতা ব্যানার্জির সরকার। রাজ্যজুড়ে বহু মানুষ এই প্রকল্পের আওতায় একগুচ্ছ পরিষেবা পাচ্ছেন। তবে এর মধ্যেই নানান কারণে বার্ধক্যভাতার জন্য আবেদন করেও অনেকে এখনও তার সুবিধে পাননি। এমন একটি খবর উঠে আসছিল। নিজের সংসদীয় ক্ষেত্রেও তেমন সমস্যার কথা জানতে পেরেছিলেন অভিষেক ব্যানার্জি। দিন কয়েক আগে ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তাঁর লোকসভাকেন্দ্রে আবেদন করেও যাঁরা বাধর্ক্যভাতা পাননি, তাঁদের বার্ধক্যভাতা দেবে দল। সেই মতোই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রবীণদের কাছে পৌঁছে গেল প্রকল্পের টাকা। যে কারণে সেখানকার প্রবীণরাও খুশি।  

Comments are closed.