মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই দার্জিলিংকে বাংলা থেকে আলাদা করার দাবি বিজেপি বিধায়কের

বাংলা ভাগের দাবিতে জেপি নাড্ডাকে চিঠি দিলেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে তিনি দার্জিলিংকে বাংলা থেকে আলাদা করে নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন।

সূত্রের খবর, চিঠিতে তিনি দাবি করেছেন, ২০১৯ এর লোকসভা ও ২০২১ এর বিধানসভা নির্বাচনে দার্জিলিং থেকে ভালো ফল করেছে বিজেপি। ডুয়ার্স থেকেও ভালো ভোট পেয়েছে বিজেপি। তাই পাহাড়বাসীর ইচ্ছাকে সম্মান জানানো উচিৎ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে গেছেন। সোমবারই তিনি রওনা দিয়েছেন। উত্তরবঙ্গে একের পর এক জেলায় প্রশাসনিক সভা করবেন তিনি। আর এরমধ্যে বিজেপি বিধায়কের বাংলা থেকে দার্জিলিংকে আলাদা করতে চেয়ে এই চিঠি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

এর আগে একই দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ জন বার্লা। তবে তাঁর এই দাবিকে সেইভাবে মান্যতা দেয়নি বাংলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। এরপরেই আবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বাংলা ভেঙে পৃথক জঙ্গলমহলের দাবি তোলে। জন বার্লাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।

এবার ফের বাংলা ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক। এবার তিনি রাজ্য নেতৃত্বকে গুরুত্ব না দিয়েই সরাসরি দিল্লি নেতৃত্বকে চিঠি দিলেন বিজেপি বিধায়ক।

Comments are closed.