১০০ টাকা দাম কমাল সেরাম, রাজ্যকে কোভিশিল্ড কিনতে হবে ৩০০ টাকায়

সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমাল সেরাম ইন্সটিটিউট। ৪০০ টাকার বদলে ৩০০ টাকায় কোভিশিল্ড কিনতে দেন রাজ্য সরকারগুলো। তবে বেসরকারি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা দিয়েই সেরামের টিকা কিনতে হবে। 

সম্প্রতি সেরাম ইন্সটিটিউট জানায় তারা ১৫০ টাকায় যে টিকা কেন্দ্রীয় সরকারকে বিক্রি করবে সেই টিকা ৪০০ টাকা দিয়ে কিনবে রাজ্য সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানকে কোভিশিল্ডের একটি টিকা কেনার জন্য খরচ করতে হবে ৬০০ টাকা। 

সেরামের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা শুরু হয়। বাংলার মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একই ভাবে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। তারপর কেন্দ্র টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকে টিকার দাম কমানোর আবেদন করে। বুধবার বিকেলে জানা গেল, রাজ্যকে ১০০ টাকা ছাড় দিয়ে ৩০০ টাকায় টিকা বিক্রি করবে সেরাম। তাতে খুশি রাজ্য সরকার? এখনও জানা যায়নি।  

Comments are closed.