ভারত সফরে আসছেন শেখ হাসিনা, মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা

ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের মাসেই চারদিনের ভারতে আসছেন তিনি। সূত্রের খবর, ৬ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে থাকবেন তিনি। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। যেতে পারেন আজমেঢ় শরিফেও। ২০১৭ সালেও ভারত সফরে এসে আজমেঢ়় শরিফে গিয়েছিলেন শেখ হাসিনা। ২০১০ সালেও ভারত সফরে আজমেঢ় শরিফ গিয়েছিলেন তিনি। এর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে ৪ দিনের ভারতে এসেছিলেন শেখ হাসিনা। সেপ্টেম্বর মাসেই রাষ্ট্রসংঘের অধিবেশন। তার আগেই ভারতে আসছেন শেখ হাসিনা।

২০১৯ সালে দিল্লিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে গোলাপী বলের টেস্ট ক্রিকেট ম্যাচও দেখেছিলেন তিনি। ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চাইছে দুই দেশ। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলেই সূত্রের খবর।  এরআগে গত বছর মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ গিয়েছিলেন। সেইসময় মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি।

এই বছরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজশাহীর আম্রপালি আম উপহার হিসেবে পাঠান শেখ হাসিনা। প্রতিবছরই ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের জন্য বিশেষ উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments are closed.