অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে শিরডি সাঁই বাবার মন্দির

১ মে থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে মহারাষ্ট্রের বিখ্যাত শিরডি সাঁই বাবার মন্দির। জানা গিয়েছে, সাঁই বাবার মন্দিরে নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে মন্দির ট্রাস্ট। তাই অনির্দিষ্ট কালের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মন্দিরের ট্রাস্ট কমিটির কথায়, এই মন্দির কিছু নির্দিষ্ট ধর্মীয় নীতিতে চলে। সিআইএসএফ সেইসব নীতি রক্ষা করতে পারবে না। ট্রাস্টের দাবি, শিল্পনগরী, মেট্রো স্টেশন, বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ রাখা যায়। কিন্তু মন্দিরের নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে না সিআইএসএফ। ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের দাবি মানা না হলে মন্দিরের দরজা বন্ধ রাখা হবে।

 

২০১৮ সাল থেকে শিরডি নাম বন্দরের দায়িত্বে রয়েছে সিআইএসএফ। শিরডি সাঁই বাবা সনাতন ট্রাস্ট মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। এই ট্রাস্টের মাধ্যমে মন্দির চত্বরে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিনা পয়সায় খাবার দেওয়া হয়। মন্দির বন্ধ থাকার ফলে মহারাষ্ট্রে পর্যটন শিল্পে বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

 

Comments are closed.