কে কত কম দিনের মুখ্যমন্ত্রী?

প্রায় সকলের অগোচরে চুপি চুপি রাজভবনে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার মাত্র তিন দিনের মধ্যে ইস্তফা দিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিস। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দ্বিতীয় ইনিংস তিন দিনেই শেষ হয়ে গেল।
দেখা যাক, অতীতে কে কোন রাজ্যে কত কম দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তথ্য বলছে, সব চেয়ে কম দিনের মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড রয়েছে উত্তরপ্রদেশে বিজেপি নেতা জগদম্বিকা পালের। ১৯৯৮ সালে তিনি মাত্র এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। গত বছর কর্নাটকে দু’দিনের জন্য মুখ্যমন্ত্রী হন বি এস ইয়েদুরাপ্পা। এর আগে ২০০৭ সালে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ছিল ৮ দিনের।

১৯৯০ সালে হরিয়ানায় জাঠ নেতা দেবীলালের ছেলে ওমপ্রকাশ চৌটালার সরকারের মেয়াদ ছিল পাঁচ দিনের। ১৯৬৮ সালে বিহারে সতীশপ্রসাদ সিংহের মুখ্যমন্ত্রিত্ব টিঁকেছিল সাত দিন। ১৯৯৮ সালে মেঘালয়ে এস সি মারাক ১৩ দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৮ সালে তামিলনাড়ুতে এম জি রামচন্দ্রন ২৩ দিন মুখ্যমন্ত্রী ছিলেন।

এছাড়া ১৯৭৯ সালে ইন্ডিয়ান মুসলিম লিগের সি এইচ মহম্মদ কয়া কেরলে মুখ্যমন্ত্রী ছিলেন ৪৫ দিনের জন্য।

Comments are closed.