শীতলকুচি কাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ সিআইডির

শীতলকুচি গুলি কাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ সিআইডির। শুক্রবার সকালে ভবানীভবনে যান কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর।

শীতলকুচির জোড়পাটকির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলির চালানোর সময় কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন দেবাশিস ধর। সিআইডি সূত্রে খবর, ঘটনার পর সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন দেবাশিস ধর। তদন্তকারীরা দেবাশিস ধরের কাছে জানতে চান কোণ পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হল? পাশাপাশি বুথ লক্ষ্য করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়েছিলেন, তা দেবাশিস ধরের জানা আছে কিনা তাও যাচাই করেন সিট সদস্যরা।

প্রসঙ্গত, ঘটনার পর কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর দাবি করেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করার পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই গুলি চালাতে হয়।

একুশের ভোটের পর তৃতীয়বারের জন্য মুখমন্ত্রীর চেয়ারে বসেই শীতলকুচির গুলি কান্ডের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিআইডির বিশেষ তদন্তকারী দল তদন্ত করছে। এর আগে মাথাভাঙা থানার আইসি, তদন্তকারী অফিসার ও এসডিপিও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোট চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন প্রাণ হারান। ভোট চলাকালীন এই ঘটনার জেরে তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে ওঠে।

Comments are closed.