বরফের চাদরে মুড়ে গেল দার্জিলিং

বরফের চাদরে মুড়ে গেল দার্জিলিং। দুদশক বাদে গোটা ঘুম এলাকায় বরফের সাদা চাদর মোড়া রয়েছে। দার্জিলিঙের ঘুম সহ কার্শিয়াঙের চটকপুরও বরফে মোড়া। খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।

টাইগার হিল, সান্দাকফুতে শীতের মরসুমে প্রায় বরফ দেখা গেলেও ঘুম সহ কার্শিয়াঙের চটকপুরে তুষারপাত দেখা গেল প্রায় বছর ২০ পর। সান্দাকফু, সিঙ্গালিলা রেঞ্জে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তুষারপাতের খবর মিলেছে। প্রবল তুষারপাতের জেরে সেরপাং, থ্রুমশিং লা, সেঙ্গর এবং লাটোং লা এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পশ্চিমিঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি। আর উত্তরবঙ্গের দার্জিলিং ঢেকেছে বরফে। গোটা উত্তর ভারতেও পশ্চিমিঝঞ্ঝার জেরে তুষারপাত চলছে। চলতি বছরের ৩৮ দিনের মধ্যে এই নিয়ে ষষ্ঠ বার তুষারপাত হল দার্জিলিংয়ে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ সহ পাহাড়ে শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যেই তুষারপাত শুরু হয় ঘুম সহ চটকপুরে।

Comments are closed.