পাখির চোখ সৈকত শহর, মমতার সফরের আগেই গোয়া যাচ্ছেন সৌগত-বাবুল

লক্ষ্য ২০২২ গোয়া বিধানসভা নির্বাচন। আর তার আগেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর তার আগে ২৫ অক্টোবর সোমবার গোয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এবং সদ্য দলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়।

২২’র বিধানসভা দখলের লক্ষ্যে গোয়ায় এখন থেকেই ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, সোমবার আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইলেকশন ক্যাম্প লঞ্চ করবে তৃণমূল। এদিন দুপুরে পানাজিতে গোয়ার স্থানীয় তৃণমূল নেতৃত্ব ছাড়াও থাকবেন ডেরেক ও’ব্রায়ান, সৌগত রায়, বাবুল সুপ্রিয়।

তৃণমূল সূত্রে খবর, বর্তমানে গোয়াতে বিজেপির বিরুদ্ধে মোট সাতটি ইস্যু নিয়ে প্রচারে নামছে তারা। যার মধ্যে প্রধান ইস্যু ভ্যাকসিন। তৃণমূলের অভিযোগ, গোয়ার সিংহভাগ মানুষ করোনার টিকার দ্বিতীয় ডোজ পাননি। ভ্যাকসিন দেওয়ার নামে যে সংখ্যার প্রচার করা হচ্ছে তার বেশিরভাগটাই পরিযায়ী শ্রমিক এবং পর্যটকদের জন্য দেওয়া হয়েছে। এছাড়াও পানীয় জলের সমস্যা, নারী সুরক্ষা, গোয়ার আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে গোয়ার নির্বাচনি যুদ্ধে তৃণমূল নামতে চলছে বলে জানা যাচ্ছে।

৪০ আসনের গোয়া বিধাসভায় ২০১৭ নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১৭টি আসন, বিজেপি ১৩ টি। যদিও দলবদলের জেরে গোয়ায় সরকার তৈরি করে বিজেপি। বর্তমানে গোয়ায় বিজেপির বিধায়কের সংখ্যা ২৭ এবং দলত্যাগের জেরে কংগ্রেসের বিধায়ক সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫ জনে। এই পরিস্থিতিতে ২০২২ এর বিধাসভা ভোটে সৈকত শহরে তৃণমূল কত আসনে ঘাসফুল ফোটাতে পারে এখন সেটাই দেখার।

Comments are closed.