শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়

ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য বুধবার সকাল সাড়ে ৯ টা নাগাদ তাঁকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের রুবি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন সৌমিত্র বাবু। বুধবার সকালে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়তেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
প্রবীণ অভিনেতার শরীরে সোডিয়াম,পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁর বয়সের দিকে খেয়াল করে সতর্ক দৃষ্টি রাখছেন চিকিৎসকরা। বর্তমানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সৌমিত্র চট্টোপাধ্যেয়র চিকিৎসার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। বিশিষ্ট অভিনেতার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টালিগঞ্জের চলচ্চিত্র মহল থেকে সংস্কৃতি জগৎ।

Comments are closed.