দিল্লি বিমাবন্দরে আটক প্রাক্তন আইএএস শাহ ফয়জল, ফেরানো হল শ্রীনগরে, থাকতে হবে গৃহবন্দি হয়ে

কাশ্মীরের প্রাক্তন আইএএস, বর্তমানে রাজনৈতিক নেতা শাহ ফয়জলকে আটক করল পুলিশ। বুধবার দুপুরে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লি বিমানবন্দর থেকে শাহ ফয়জলের ইস্তানবুল উড়ে যাওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে আটক করে ফের কাশ্মীরে ফেরত পাঠিয়েছে পুলিশ। শ্রীনগরে তাঁকে গৃহবন্দি করা হয়েছে।

২০০৯ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম কাশ্মীরি হিসেবে প্রথম স্থান অধিকার করেন শাহ ফয়জল। কিন্তু কয়েক মাস আগে আইএএসের পদ থেকে ইস্তফা দেন। তৈরি করেন নিজের রাজনৈতিক দল। নাম দেন জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্ট। কেন্দ্রীয় সরকার কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত ঘোষণার পরই তার বিরোধিতা করেছিলেন প্রাক্তন এই আমলা। মঙ্গলবারও কাশ্মীর পরিস্থিতি নিয়ে ট্যুইটারে তোপ দাগেন ফুল ব্রাইট স্কলার তথা হার্ভার্ডের প্রাক্তনী শাহ ফয়জল।

এর আগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে গ্রেফতার করে পুলিশ। গৃহবন্দি করে রাখা হয় উপত্যকার মূল ধারার রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে। এবার গৃহবন্দি হলেন জেকেপিএমের সভাপতি শাহ ফয়জলও।

Comments are closed.