শারীরিক অবস্থার অবনতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর অবস্থা যথেষ্টই সঙ্কটজনক বলে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা জানিয়েছেন। প্রবীণ অভিনেতাকে দেওয়া হতে পারে ভেন্টিলেশনে। রবিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিলেও, তাঁর উদ্বেগ কাটেনি। জ্বর ও অন্যান্য সমস্যা রয়েছে। কিন্তু রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
রবিবার সন্ধ্যায় বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, অভিনেতার মানসিক অস্থিরতা ও উদ্বেগ দেখা যাচ্ছে। কিন্তু জ্বরের পাশাপাশি সংক্রমণ রয়েছে তাঁর বুকে। দরকারে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে। শনিবার রাতে সৌমিত্রকে দু’ইউনিট প্লাজমা দেওয়া হয়েছিল। রবিবার দেওয়া হয়েছে আরও এক ইউনিট প্লাজমা। কয়েকদিন আগে করোনা সংক্রমিত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।