ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গাঙ্গুলি 

প্রতিবেশী রাজ্য ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। সূত্রের খবর, বেশ কয়েক দিন আগেই সে রাজ্যের বিজেপি সরকার ভারতের প্রাক্তন অধিনায়ককে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন। জানা যাচ্ছে, মঙ্গলবার সৌরভ গাঙ্গুলির তরফে সেই প্রস্তাবে সম্মতি জানানো হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী কলকাতায় এসে সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরার পর্যটন দফতরের সচিব  উত্তরকুমার চাকমা ও দফতরের অধিকর্তা তপন কুমার দাস। পুষ্পস্তবক সঙ্গে ত্রিপুরা সুন্দরী মন্দিরের একটি মডেল তাঁরা প্রাক্তন বিসিআই প্রেসিডেন্টকে উপহার দেন। সৌরভ গাঙ্গুলিকে তাঁরা ত্রিপুরার পর্যটন দফতরের ব্যান্ড আম্যাডর হওয়ার প্রস্তাব দেন। প্রথমে ভেবে দেখার জন্য সময় চাইলেও পরে সৌরভ গাঙ্গুলির তরফে সবুজ সংকেত  মিলেছে বলে খবর। সব ঠিক থাকলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে খুব শীঘ্রই আরও একটি ভূমিকায় দেখা যাবে।

Comments are closed.