সুস্থ হলেও আরও একদিন হাসপাতালে থাকতে চান সৌরভ, বৃহস্পতিবার বাড়ি ফিরবেন
আজ নয় কাল বাড়ি ফিরবেন মহারাজ
সম্পূর্ণ সুস্থ হলেও বুধবার বাড়ি ফিরতে চান না সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। আরও একদিন উডল্যান্ডস হাসপাতালে থাকতে চান তিনি। এমনই জানাল উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কী কারণে সৌরভ নিজে আরও একটা দিন হাসপাতালে থাকতে চান, তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
বুধবার সৌরভের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই হাসপাতাল সূত্রে জানা যায় সৌরভের নিজস্ব সিদ্ধান্ত, তিনি আরও একদিন হাসপাতালে থাকবেন।
গত শনিবার মাইল্ড হার্ট অ্যাটাক হয় সৌরভের। হাসপাতালে ভর্তি হওয়ার পর দেশ-বিদেশের ১৫ জন চিকিৎসক সৌরভের চিকিৎসা করেছেন এবং পরামর্শ দিয়েছেন। আপাতত কিছু দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিছুদিন পর তাঁর হৃদযন্ত্রের ধমনীতে আরও দু’টি স্টেন্ট বসানো হবে বলে খবর। মঙ্গলবার সৌরভের সঙ্গে কথা বলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সৌরভের শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে তিনি জানান, সৌরভের স্বাভাবিক জীবনে ফিরতে কোনও বাধাই নেই। তাঁর হার্ট একদম ঠিক আছে।