অবশেষে বিজেপিতে শোভন, দিল্লিতে বিজেপি অফিসে দেবশ্রী রায়ও

শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগামী বছর কলকাতা পুরসভার ভোটে শোভন চট্টোপাধ্যায়ই বিজেপির মেয়র প্রার্থী হবেন। বুধবার বিকেলে বিজেপির দিল্লি পার্টি অফিসে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। শোভনের সঙ্গে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও এদিন বিজেপিতে যোগ দেন। এদিন তাৎপর্যপূর্ণভাবে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর বিধায়ক দেবশ্রী রায়ও উপস্থিত ছিলেন বিজেপি সদর দফতরে। তিনিও খুব শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর।
বিজেপিতে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার বিকেলেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এদিন বিকেলে বিজেপিতে যোগ দেন তিনি। পাশপাশি, শোভনের ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ও এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত হন। এদিনই তাঁরও বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিক হয়, তিনি শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। লোকসভা ভোটের পর থেকেই মুকুল পুত্র শুভ্রাংশু, অর্জুন সিংহের শ্যালক এবং নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিংহ সহ একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার শোভনও বিজেপিতে যোগ দিলেন।

Comments are closed.