ডুরান্ড ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফিজিকাল ট্রেনার গার্সিয়া

ডুরান্ডের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফিজিকাল ট্রেনার গার্সিয়া। এই মুহূর্তে গার্সিয়া কেরলের গোকুলাম এফসির ফিজিকাল ট্রেনার।
বুধবার দুপুরে হাওড়া স্টেডিয়ামের ডুরান্ড কাপের ম্যাচ চলছিল গোকুলাম কেরলা এফসি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এর। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন গোকুলাম এফসির ব্রাজিলিয়ান ট্রেনার গার্সিয়া। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গার্সিয়াকে।
গার্সিয়া ময়দানের চেনা মুখ। সদাহাস্যময় এই ব্রাজিলিয়ান ইউনাইটেড স্পোর্টসের ফিজিকাল ট্রেনার হিসেবে কলকাতা ময়দানে এসেছিলেন। তারপর তিনি মোহনবাগানে যোগ দেন। দুই মরসুম আগে তিনি ছিলেন ইস্টবেঙ্গলে। প্রতিটি দলেই সাফল্যের সঙ্গে কাজ করেছেন গার্সিয়া। বিভিন্ন অভাবী ফুটবলারকেও প্রায় বিনামূল্যে চোটমুক্ত করেন এই ব্রাজিলিয়ান। তাই গার্সিয়ার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগের ছায়া ময়দানে।

Comments are closed.